“আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাইনবোর্ড টাঙ্গিয়ে জমি দখলের চেষ্টা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। মূলত ঝিলংজা মৌজার সৃজিত খতিয়ান ৮২২৮ এর ৯৬২২ দাগের ০৯৫২ একর জমি আমাদের নামিয় খতিয়ান।
উক্ত জমি দীর্ঘ বছরধরে আমাদের ভোগ দখলে আছে। সেখানে রাতারাতি সাইনবোর্ড দেওয়ার বিষয়টি সম্পূর্ন বানোয়াট ও ভিত্তিহীন। আসল বিষয় উক্ত জমি জোরপূর্বক চিহ্নিত ভুমিদস্যু ও মানবপাচারকারী আবুল কালাম আজাদ জোর পূর্বক মিথ্যা দলিল ও ভুয়া খতিয়ান বানিয়ে জবর দখল করার চেষ্টা করছে। সে নিজেই বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে উক্ত জমি গ্রাস করার মানসে বহুবার হামলা চালিয়েছে এবং আমাদের প্রাণে মারার হুমকি দিয়েছে। আর সে বিষয়ে এম আর মামলা নাম্বার ৬০৯/১৯ চলমান থাকা অবস্থায় সে নানান ভাবে মিথ্যা অপবাদ দিয়ে জোর পূর্বক দখল করার চেস্টা করছে। আর গত ২৭ নভেম্বর মামলার ধার্য্য দিন থাকায় দৈনিক আজকের কক্সবাজার পত্রিকায় মিথ্যা রিপোর্ট দিয়ে ফায়দা হাসিল করার চেস্টা করেছে। আমি বলষ্টি ভাবে দাবী জানাতে চায় আবুল কালাম আজাদ একজন চিহ্নিত প্রতারক এবং চেক প্রতারণা মামলার আসামী সে বিভিন্ন ভাবে আমাদের হয়রানী করছে। তাই উক্ত সংবাদের আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং উক্ত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোঃ দেলোয়ার হোসেন
পিতা মৃত গোলাম মাওলা
এস.এম পাড়া ৫ নং ওয়ার্ড,পৌরসভা
কক্সবাজার

 

সিবিএন/বিজ্ঞাপন