লোহাগাড়া প্রতিনিধি:

লোহাগাড়া উপজেলার শিল্পী কন্সট্রাকশনের মালিক ও লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর বাবুর বিরুদ্ধে কোটি টাকার প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা সদরের নেয়াজর টেক হইতে টংকাবাতি ফরেস্ট অফিস কলাউজান কানুরাম বাজার পর্যন্ত (কানুরাম বাজার পিডার রোড) তথা বোর্ড অফিস হতে গাবতল পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের মেসার্স কাশেম কন্সট্রাকশন এর সাব-ঠিকাদার নিবাস দাশ সাগর বাবু। উক্ত কাজে ৪ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতিতে ফুঁসছে এলাকাবাসী। প্রকল্প সরকারের ব্যবসা করছে ঠিকাদার। এমনটা মন্তব্য করছেন সচেতন মহল।

প্রকল্পে অনিয়ম-দুর্নীতি প্রতিবাদ করায় স্থানীয় ইউপি সদস্য মো: আইয়ুবকে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। ইউপি সদস্য আইয়ুবকে লাঞ্চিত করার প্রতিবাদে ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পৃর্ব কলাউজানে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে সাংবাদিক সম্মেলন করেন স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব মো: আইয়ুব।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে মো : আইয়ুব বলেন, কলাউজান নেওয়াজর টেক থেকে ফরেষ্ট অফিস কানুরাম বাজার পর্যন্ত (কানুরাম বাজার পিডার রোড) তথা বোর্ড অফিস হতে গাবতলি পর্যন্ত কাজ পান মেসার্স কাসেম কন্সট্রাকশন।এ প্রতিঠানের পক্ষে উপ ঠিকাদারের কাজ নেন দুর্নীতিবাজ ঠিকাদার নিবাস দাশ সাগর।

দুর্নীতিবাজ ঠিকাদার ওই ব্যক্তি ব্যাপক কারচুপি, অনিয়ম ও দুর্নীতির কাজ করে আসছে। কাজের ম্যানুয়াল অনুয়ায়ী রাস্তার কাজে ১নং বালু/ইট/কংকর/বিটুমিন এবং সিলেটি পাথর ব্যবহারের নির্দেশ থাকলেও ওই দুর্নীতিবাজ ঠিকাদার সাগর বাবু সম্পুর্ণ ২নং/৩নং বালি দিয়ে রাস্তার কাজ কারচুপি করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার স্বপ্ন দেখছে। ঠিকাদার সাগর বাবুর দুর্নীতি ও কারচুপির বিরোদ্ধে প্রতিবাদ করলে সন্ত্রাসী দিয়ে আমাকে জানে মেরে ফেলার হুমকি এবং চাঁদাবাজী মামলা করার হুমকি প্রদান করে।

সংবাদে সম্মেলনে লিখিত বক্তব্য আরো বলেন, গত ২৭ নভেম্বর বুধবার বিকেলে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রকৌশলী রাস্তার কাজের মান তদন্তে আসলে দুর্নীতিবাজ ঠিকাদার ১নং কিছু বিটুমিন তাদের সামনে উপস্থাপন করলেও বেশিরভাগ ২নং বিটুমিন স্থানীয় জনৈক লোকের বাড়িতে লুকিয়ে রাখে। এলাকার একজন প্রতিনিধি হয়ে আমি প্রতিবাদ করলে সাগর বাবু এবং তার ভাতিজা সন্ত্রাসী গৌতমসহ আরো কয়েকজন মিলে আমার উপর হামলা চালায়।

কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল ওয়াহেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাউজান ইউপি সদস্য সালাহ উদ্দিন সিকদার, জামাল উদ্দিন সিকদার, মুহাম্মদ জামাল হোসেন, ফরমান উল্লাহ, মমতাজ উদ্দিন, রফিক উদ্দিন, মুহাম্মদ আবদুর রহিম, প্রবীণ শিক্ষাবিদ মৌলানা আবদুস সাত্তার, কলাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হক, আলহাজ্ব মাওলানা এমরান হোসেন, আওয়ামীলীগ নেতা আশুতোষ দেবনাথ। এছাড়াও হাজার হাজার এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা ইউপি সদস্য আইয়ুবকে লাঞ্চিত করা ও রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদে দুর্নীতিবাজ সাগর বাবুকে কলাউজানে অবাঞ্চিত ঘোষণা করেন। অনতিবিলম্বে ঠিকাদার সাগর বাবু জনসম্মূকে এলাকাবাসীর কাছে ক্ষমা না চাইলে আাগামীতে আরো কঠোর কর্মসুচি গ্রহণ করবে বলে জানান তারা।