জাহাঙ্গীর আলম,টেকনাফ :

সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে স্থায়ীভাবে ইনচার্জ রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।  অত্র ফাঁড়িতে বিগত সময়ে এক বছরের জন্য ইনচার্জের পোষ্টিংয়ের নিয়ম চালু থাকলেও বর্তমানে সেটা নেই।

বর্তমান সময়ে দেখা যায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জেরএর মেয়াদ ১/২ মাস,পরে তাদের বদলি হয়ে চলে যেতে হয়।এই নিয়মের ফলে হোয়াইক্যং ইউনিয়নের অনেক জনসাধারণ পুলিশিং সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আজকাল সামাজিক বিভিন্ন সম্যসা’র বিষয় সহ স্থানীয় লোকজন নিজেদের প্রয়োজনে পুলিশের কাছে যায় কিন্তু দায়িত্বশীল পুলিশ অফিসার জনসাধারণের কাঙ্খিত সেবা সঠিক ভাবে দিতে পারতেছে না।কারণ জনগণের যেকোন একটা বিষয় সমাধান দিতে বা তা শেষ করার আগে উক্ত দায়িত্বশীল হোয়াইক্যং পুলিশ ফাড়িঁ’র ইনর্চাজ’য়ের বদলি চলে আসে।এসব বিষয়ে স্থানীয় জনসাধারণকে হয়রানীর মধ্যেই পড়তে হয়।

হোয়াইক্যং ইউনিয়নে বর্তমানে ৬০/৬৫ হাজার স্থানীয় মানুষের বসবাস রয়েছে।তার মধ্যেই রয়েছে আরও দু’টি রোহিঙ্গা ক্যাম্প।হোয়াইক্যং ইউনিয়নের সীমানার সাথে রয়েছে মিয়ানমারের র্বডার।

অত্র ইউনিয়নের ৬০/৬৫ হাজার স্থানীয় জনসাধারণের নিরাপত্তা বিষয় চিন্তায় রেখে মাদক,চুরি,ডাকাতি ও বিভিন্ন রকমের সামাজিক সম্যসা হোয়াইক্যং পুলিশ ফাড়িঁ’র ইনর্চাজকে মোকাবেলা করতে হয়।উক্ত ইনর্চাজ ১/২ মাসের দায়িত্বে থেকে কোনভাবে এসব সম্যসা মোকাবেলা করার সম্ভব নই বলে মন্তব্য করেছেন স্থানীয় জনসাধারণ।

স্থানীয়রা দাবি জানিয়েছেন,টেকনাফ উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাড়িঁতে বিগত সময়ের নিয়ম অনুযায়ী ১বছরের জন্য সুদক্ষ ও জনবান্ধব হোয়াইক্যং পুলিশ ফাড়িঁতে একজন ইনর্চাজ’য়ের প্রয়োজন মনে করেন।

এবিষয় হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান,হোয়াইক্যং ইউনিয়নের অনেক লোকের বসবাস সাথে দু’টি রোহিঙ্গা শিবির রয়েছে।এলাকার আইনশৃংখলা রক্ষা সহ রোহিঙ্গা সম্যসা মোকাবেলার স্বার্থে হোয়াইক্যং পুলিশ ফাড়িঁতে বিগত সময়ের ন্যায় পুলিশ ফাড়িঁতে ১বছরের জন্য একজন ইনর্চাজ প্রয়োজন আছে।

হোয়াইক্যং ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও আওয়ামীলীগের আহবায়ক হারুন রশিদ সিকদার জানান,অত্র হোয়াইক্যং ইউনিয়নের জনসাধারণের সঠিক পুলিশিং সেবা দেওয়া ও মাদক,সন্ত্রাস,চুরি ডাকাতি নিয়ন্ত্রণ সহ এই ইউনিয়নের আইনশৃংখলা আরও উন্নতি করার লক্ষে হোয়াইক্যং পুলিশ ফাড়িঁতে বছর খানের মত নিদিষ্ট ইনর্চাজ এর দায়িত্ব তাকা দরকার।