নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
২৫ নভেম্বর নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ আলমের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনজুর আলম।
সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কক্সবাজার সদর আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন তাহের চৌধুরী হিমু, সাংগঠনিক সম্পাদক এড.ছৈয়দ রেজাউর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ওসমান গনি, উপপ্রচার সম্পাদক মোঃ শরিফ, জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক উপসম্পাদক আনোয়ারুল আজম খোকন।
২য় অধিবেশনে ৪ নং ওয়ার্ডে ছৈয়দ আহমদ সভাপতি, ৫ নং ওয়ার্ডে ইউসুফ আলী সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ডে জাফর আলম সভাপতি ও
ওবাইদুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কিন্তু ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তালিকায় ১৯ জন জামাত বিএনপি আছে অভিযোগ তুলেন সাধারণ সম্পাদক প্রার্থী জসিম উদ্দিন।
এ কারণে সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়।
ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
