এম,জুবাইর হোছাইন, সেন্টমার্টিন:

বাংলাদেশ আওয়ামীলীগ সেন্টমার্টিন ইউনিয়ন শাখার ত্রি- বার্ষিকী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। সভাপতি পদে কোন প্রতিদ্বন্দিতা না থাকায় বর্তমান সভাপতি মজিবুর রহমান মুজিব দ্বিতীয় বারের মত সভাপতি ও কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সেন্টমার্টিন ছাএলীগের সাবেক সভাপতি জাহেদ হোসেন।
২৬ শে নভেম্বর রোজ মঙ্গলবার জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়াতনে সকাল ১০ টায় সেন্টমার্টিন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ,সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাষ্টার শামসুল ইসলাম, টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন,সেন্টমার্টিন যুবলীগের সভাপতি আক্তার কামাল।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে তৃনমুল থেকে গড়ে উঠা নেতা নির্বাচন করুন।কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিতা হবে।এতে উপস্হিত ছিলেন সেন্টমার্টিন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সৈয়দ আলম, মুক্তিষোদ্বা সাবেক সভাপতি হাজী আব্দুস সালাম,সাবেক সাধারন সম্পাদক ও ইউ,পি সদস্য হাজী আমির হোসেন, সেন্টমার্টিন যুবলীগের সভাপতি আক্তার কামাল,সেন্টমার্টিন ছাএলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ,সাধারন সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ উসমান গনি।

সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বিশেষ প্রয়োজনে বিকাল৩ ঘটিকায় পর্যটকবাহী জাহাজে সেন্টমার্টিন ত্যাগ করেন। সম্মেলন স্হলে সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি বলেন আমার অবর্তমানে সেন্টমার্টিন আওয়ামীলীগের ত্রি- বার্ষিকী সম্মেলন ও কাউন্সিলের ভোট গননা ও ঘোষনার নেতৃত্ব দিবেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সদস্য সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী।

দুপুর২ ঘটিকার সময় ২ য় অধিবেশন শুরু হয়।ব্যালট পেপারের মাধ্যমে নিজ নিজ ভোটার তাদের নেতাকে ভোট প্রদান করেন। সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধার সম্পাদক পদে সৈয়দ আলম (মাছ),জাহেদ হোসেন (তালা),শাহ আলম (ফুটবল),কবির আহমদ (চাকা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।দ্রীর্ঘ২ ঘন্টা ভোটাররা ভোট প্রদান করেন। ভোট গননা শেষে নির্বাচন কমিশনার সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী জাহেদ হোসেন তালা প্রতীক সবার চেয়ে ভোট বেশি পেয়েছেন বলে ঘোষনা করেন।তিনি আরো জানান দলের বিশেষ কারনে নির্দিষ্ট কে কত ভোট পেল তা গোপন রাখা হয়েছে। টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে মোবাইলে যোগাযোগ করে পরে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেওয়া হবে।