মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ওয়াল্ড সী ইকোনমিক জোনের পৃথক ৩ টি সামিটে যোগ দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন শনিবার ২৩ নভেম্বর বিকেলে কক্সবাজার এসেছেন। বিশ্বের ৩ টি দেশে গত ১১ নভেম্বর তিনি রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন।

গত ১৩, ১৪ ও ১৫ নভেম্বর ইউরোপের দেশ মোনাকো’তে, গত ১৬ ও ১৭ নভেম্বর ফ্রান্সের প্যারিসে এবং গত ১৮ ও ১৯ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ওয়ার্ল্ড সী ইকোনমিক সামিটে যোগ দেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর চেয়ারম্যান পবন চৌধুরী (সচিব) এর নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট সরকারের একটি প্রতিনিধিদল গত ১১ নভেম্বর রাতে ঢাকা হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশ ত্যাগ করেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এই প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসাবে এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামিট গুলোতে যোগ দেন। সারাবিশ্বে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সম্ভাবনাময়ী, সমৃদ্ধ ও আধুনিক অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশ বর্তমানে বিশ্বের শীর্ষে অবস্থান করছে। সুত্র মতে, কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা অর্থনৈতিক অঞ্চল এরমধ্যে র‍্যাঙ্কি-এ অগ্রভাগে রয়েছে বলে সিবিএন-কে বিশ্বস্ত সুত্র জানিয়েছেন। মহেশখালীর ধলঘাটা অর্থনৈতিক অঞ্চল বিশ্বের রোল মডেল হিসাবে ওয়ার্ল্ড ইকোনমিক সামিটে সবার নজর কেড়েছে। ৩ টি দেশে ওয়াল্ড সী ইকোনমিক জোনের সামিটে যোগদান শেষে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সহ প্রতিনিধিদল ২২ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ওয়াল্ড সী ইকোনমিক সামিটে যোগ দিতে বিদেশে অবস্থানকালীন সময়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব- উপসচিব) মোহাম্মদ আফসারুল আফসার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন।