মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলাদেশ ওয়ার্ল্ড ডান্স এ্যালায়েন্স এশিয়া প্যাসিফিক কর্তৃক আয়োজিত “Ocean dance festival of Bangladesh” শীর্ষক ১৫ দেশীয় আন্তর্জাতিক নৃত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদিতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এম.এ খালিদ কক্সবাজার এসেছেন। শুক্রবার ২২ নভেম্বর বিকেল পৌনে ৩ টার দিকে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এম.এ খালিদ কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস.এম সরওয়ার কামাল, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আদিবুল ইসলাম, বিশিষ্ট নাঠ্যজন ও সংস্কৃতিক কর্মীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এম.এ খালিদ শুক্রবার রাত্রে কক্সবাজারের অভিজাত একটি হোটেলে উক্ত নৃত্য উৎসবের উদ্বোধন করবেন। এই নৃত্য উৎসবে ১৫ দেশের ২ শতাধিক বিশিষ্ট নৃত্য শিল্পী অংশ নিচ্ছেন। শনিবার ২৩ নভেম্বর সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এম.এ খালিদ সকাল সাড়ে ৯ টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে বিশ্বস্থ সুত্র সিবিএন-কে নিশ্চিত করেছেন।