প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৫ জনকে আটক করেছে। গত ১৯ নভেম্বর সকাল হতে ২০ নভেম্বর   সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ  সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব মোহাম্মদ ইয়াছিন, এসআই স্বপন কুমার ভৌমিক, এসআই রাশেদুল কবির, এসআই কাঞ্চন দাশ, এসআই মোস্তাক আহমেদ, এসআই রুহুল আমিন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৬৮(১১)১৯ ইং ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। মোঃ নরুল আলম, পিতা- মৃত গুরা মিয়া, সাং- পশ্চিম সিকদার পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার নন এফ আই আর নং- ৪৫৫/১৯ ইং ধারাঃ- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

২। শাফায়েত হোসেন শাহিন, পিতা- হামিদুল হক, সাং- বাবুর চর, ৫নং ওয়ার্ড, ডুলহাজরা, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৭০(১১)১৯ ইং ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৩। মোঃ ফারুক, পিতা- মৃত হোছন আলী, সাং- রহমতের বিল বালুৃৃখালী, থানা-্উখিয়া, জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার নন এফ আই আর নং- ৪৫৬/১৯ ইং ধারাঃ- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৪। সনজিত ধর, পিতা- মৃত মরোরঞ্জন ধর, সাং- সোনা কানিয়া, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।

৫। রুপন, পিতা- নেপাল, সাং- সুলতান পুর, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম।

৬। রিমি, পিতা- মৃত সুবল ধর, সাং- রাজারকুল, পাল পাড়া, থানা- রামু, জেলা- কক্সবাজার।

৭। প্রদীপ দাস, পিতা- মৃত অতুল চন্দ্র দাস, সাং- ধর্মপুর, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।

৮। নয়ন দে, পিতা- পুলিন দে, সাং- টাইম বাজার, সাং- খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৬৯(১১)১৯ ইং ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৯। আরিফুল ইসলমা, পিতা- মৃত জাগের হোসেন, সাং- জিয়ানগর, পাহাড়তলী, থানা ও জেলা- কক্সবাজার।

১০। মোঃ রাসেল উদ্দিন, পিতা- কবির আহমদ, সাং মৌলভী পাড়া, পাহাড়তলী, থানা ও জেলা- কক্সবাজার।

১১। কামরুল হাসান কাইয়ুম, পিতা- মৃত আব্দুল প্রঃ কালু, সাং- জিয়ানগর, পাহাড়তলী, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৭১(১১)১৯ ইং ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১২। শওকত রশিদ, পিতা- মৃত নুরুল ইসলমা, সাং- দক্ষিণ শিলখালী, হলবুনিয়া পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

১৩। নবী উল্লাহ, পিতা- কালা মিয়া, সাং- নাজির পাড়া কালা মিয়ার বাড়ী, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

১৪। আবেদা খাতুন, স্বামী- মৃত হাবিবুর রহমান, পিতা- মৃত অলি, সাং- সমিতি পাড়া, দক্ষিণ মিঠাছড়ি, থানা- রামু, জেলা- কক্সবাজার।

পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। মোঃ বদি আলম, পিতা- মৃত মীর কাশেম, সাং- সাহিত্যিকা পল্লী, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ  সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।