ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার বিয়াম ফাউন্ডেশনের ইনানী মাল্টিপারপাস হলে চারদিনের আয়কর মেলা সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে। ‘উদ্ভাবনে বাড়বে কর দেশ হবে স্বনির্ভর’ এই প্রতিপাদ্যে গত শুক্রবার (১৫ নভেম্বর) আয়কর মেলা শুরু হয়।
সোমবার (১৮ নভেম্বর) সমাপনী দিনে করদাতা ও সেবাগ্রহীদের উপস্থিতি বেশ লক্ষণীয়।
গত ৩ দিনে আয়কর মেলার তথ্য যারা জানতো না, তারাও শেষ দিনে মেলাঙ্গণে ভীড় করে। সরকারী কোষাগারে জমা করেছে আয়কর। অনেকে আয়কর প্রদান সংক্রান্ত তথ্য নিয়েছে।
মেলায় শেষ সময়সীমা বিকাল ৫টা পর্যন্ত হলেও সমাপনী দিনে সন্ধ্যা গড়িয়েও সেবা দেয়া হয়েছে। সব মিলিয়ে কক্সবাজারের চারদিনের এই আয়কর মেলা বেশ জম্পেস ছিল।
সোমবার সমাপনী দিনে আদায় হয়েছে ৪৬ লাখ ৭৬ হাজার ৫২৭ টাকা। রিটার্ন দাখিল করেছে ১ হাজার ২৬১ জন। নতুন ২৪৫ জন করদাতার কাছ থেকে ২ লাখ ৬৫ হাজার টাকা কর আদায় হয়েছে।
৪ দিনে মোট ১ কোটি ৩৬ লাখ ২২ হাজার ৭২ টাকা আয়কর আদায় হয়েছে। রিটার্ন দাখিল করেছে ৩ হাজার ৩৭৬ জন করদাতা। সেবা গ্রহণ করেছে প্রায় ৫ হাজার জন।
মেলায় ই-টিন সার্টিফিকেট, আয়কর রিটার্ন পুরণে সহায়তা, আয়কর রিটার্ন গ্রহণসহ আয়কর বিষয়ে অন্যান্য সেবাসমুহ দেয়া হয়েছে।
কর অঞ্চল-৪ এর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি কর কমিশনার নিপুন চন্দ্র দের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান করা হয়। কর অঞ্চল-৪ এর চারদিনের আয়কর মেলায় সংশ্লিষ্টদের আন্তরিকতাপূর্ণ সেবা পেয়ে করদাতারা সন্তুষ্টির কথা জানিয়েছে।