শাহেদ মিজান, সিবিএন:
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সালাহ উদ্দীন কমলের প্রার্থীতা বাতিল করা হয়েছে। ব্যাংক ঋণ সংক্রান্ত কারণে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে বলে মহেশখালী উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে। তবে আপিল করে প্রার্থীতা ফিরে পাবেন সালাহ উদ্দীন- এমনটি জানিয়েছে তার কাছের একটি সূত্র।
ওই সূত্রটি জানান, সালাহ উদ্দীন কমলএকটা বেসরকারি ব্যাংক থেকে একটি ঋণ নিয়েছিলেন। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মনস্থির করার পর সম্প্রতি তিনি ঋণটি পরিশোধ করে দেন। তবে ওই ব্যাংক থেকে ঋণ পরিশোধের প্রত্যয়নপত্র সাথে সাথে দেয়া হয়নি। তাই এই সংক্রান্ত প্রত্যয়ন পত্র কমল তার নির্বাচনী হলফনামায় সংযুক্ত করতে পারেননি। এটা না থাকায় নিয়ম মতো নির্বাচন কমিশনে তার মনোনয়ন বাতিল করা হয়।
এদিকে কাল-পরশুর মধ্যে ঋণ পরিশোধের প্রত্যয়নপত্র দিবে ব্যাংক কর্তৃপক্ষ। প্রত্যয়নপত্রটি হস্তগত হলে তা জমা করে মনোনয়ন ফিরে পাওয়ার জন্য আপিল করবে কমল। সবকিছু ঠিক হলে তার প্রার্থীতা ফিরিয়ে দেবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সালাহ উদ্দীন কমলকে এভাবে আশ্বস্ত করা হয়েছে।