আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্টমার্টিনে প্রথম বারের মতো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০৯ শিক্ষার্থী অংশ গ্রহণ করছে।
সারাদেশের মতো ১৭ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৬টি বিষয়ে ১০৯ জন শিক্ষার্থী এ পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা ১৭ নভেম্বর রবিবার থেকে শুরু হয়ে আগামী ২৪ নভেম্বর শেষ হবে।
টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: এমদাদ হোসেন জানান, প্রথমবারের মত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সেন্টমার্টিন (জিনজিরা) সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
তিনি আরও জানান, সকাল সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
উল্লেখ্য, স্ব-স্ব উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।
কেন্দ্র সচিব হিসেবে স্ব-স্ব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা হল সুপারের দায়িত্ব পালন করবেন।