আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ সালের পিইসি সমাপনী বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন।নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা ।
বিশেষ অতিথি ছিলেন বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাংগীর আলম বাহাদুর, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী, নাইক্ষ্যংছড়ি উপজেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভপতি আবুল কালাম, বাইশারী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি এসএনকে রিপন, মাওলানা আবদুল মান্নান জিন্নাহ, সহকারী শিক্ষক মোতাহের আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবায়েদ নাহিদ নূর।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা মার্মা বলেন, একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে প্রাথমিক সমাপনী পরিক্ষা তার গোটা শিক্ষাজীবনের শিকড়। তাই এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় তোমরা তোমাদের সকল প্রকার হতাসাকে পিছু ঠেলে সাহসিকতার সাথে তোমাদের যোগ্যতার প্রমাণ দিবে। এটাই আমরা তোমাদের কাছে আশা করি। আর সম্ভাবনামময় একি জীবন গড়ার মাধ্যমে তোমরাই হতে পারবে আগামীদিনের উন্নত বাংলাদেশ গড়ার একএকজন কারিগর।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের জাতির ভবিষ্যত সে ক্ষেত্রে এমনতর প্রত্যাশা করেন তিনি। সংবর্ধনা সভার পর শিক্ষার্থীদের সফলতা কামনায় এক বিশেষ দোয়া মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মৌঃ আবদুল মান্নান জিন্নাহ । এসময় কর্মরত শিক্ষকসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ ছাড়াও বিপুল সংখ্যক অভিভাবকসহ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপহার সামগ্রী তুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবায়েদ নাহিদ নূর,এবং পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন তুলে দেয়া হয়।