মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাব সম্পূর্ণ কেটে গিয়ে আবহাওয়া স্বাভাবিক হলেই শীত নামবে কক্সবাজারে। এখন যে বৃষ্টি হচ্ছে, সেটা হতে পারে এ বছরের শেষ বৃষ্টি। কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান ও সহকারী আবহাওয়াবিদ মোঃ আবদুর রহমান সিবিএন-কে কক্সবাজারের পরবর্তী আবহাওয়া সম্পর্কে এমন ধারণা দিয়েছেন।

‘বুলবুল’ নামক নিন্মচাপটি সহসায় লঘু নিন্মচাপে পরিণত হয়ে সোমবার ১১ নভেম্বর সন্ধ্যা নাগাদ সেটি সম্পূর্ণ মিলিয়ে যাবে বলে ধারণা করছেন সহকারী আবহাওয়াবিদ মোঃ আবদুর রহমান। তিনি সিবিএন-কে আরো বলেন, দূর্বল হওয়া নিন্মচাপের প্রভাবে এবং মুন পেইজ অর্থাৎ পূর্ণিমার ভরাকাঠালের প্রভাবের কারণে আগামী ২ দিন কক্সবাজার সহ দেশের সমগ্র উপকূলীয় এলাকায় সামুদ্রিক জোয়ারের পানি স্বাভাবিকের চাইতে ২ ফুট থেকে ৩ ফুট পর্যন্ত উচ্চতা বৃদ্ধি পেতে পারে বলে আশংকা করেছেন। একইসাথে সোমবারও কক্সবাজার ও দেশের উপকূলীয় এলাকায় হালকা ঝড়ো হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হতে পারে।
তিনি কক্সবাজার জেলাবাসীকে শীতের প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছেন। তাঁরমতে আগামী মঙ্গলবার ১২ নভেম্বর আবহাওয়া সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।