মুহাম্মদ মনজুর আলম ,চকরিয়া :

চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজীরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উৎসবমুখর আয়োজনে শনিবার ৯ নভেম্বর সকালে সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে চকরিয়া পৌরসভার সম্মাণিত মেয়র আলমগীর চৌধুরীর সৌজন্যে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপজেলা শিক্ষা বিভাগের সৌজন্যে টিফিন বক্স এবং চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরীর সৌজন্যে পরীক্ষার্থী ও অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকনউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র উন্নয়নের রূপকার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো.আনোয়ারুল কাদের, বিদ্যালয়ের জমিদাতা ও এসএমসি কমিটির সাবেক সভাপতি শিক্ষানুরাগী মাস্টার আবদুর রাজ্জাক, সমাজ সেবক রাজীবুল মোস্তাফা, তরুন সমাজকর্মী মোজাম্মেল হক, বিদ্যালয় কমিটির সদস্য হেলাল উদ্দিন মানিক।

বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় কমিটির সহ-সভাপতি আমেনা বেগম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পারভীন আক্তার, সহকারি শিক্ষক জেসমিন আক্তার, সহকারি শিক্ষক মিশোরী জন্নাত মিশু, সমাজসেবক নুরুল আলম সওদাগর, অভিভাবক সদস্য জন্নাতুল ফেরদৌস, মেয়রের সহকারি এসএম সায়েম, উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের সহকারি ছৈয়দ আকবর, শেফায়েত ওয়ারেসি, সমাজসেবক জয়নাল আবেদিন, মো.মাঈন উদ্দিন রুবেল প্রমুখ। অনুষ্ঠানে সকল পরীক্ষার্থী ও তাদের অভিভাবক, এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।