বান্দরবান সংবাদদাতা:
বান্দরবানের থানচিতে ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে সাঙ্গু ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে থানচি উপজেলার হেডম্যান পাড়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এসময় সাঙ্গু ইটভাটার মালিক আনিসুর রহমান সুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট অফিসার একেএম ছামিউল আলম খুর্শি বলেন- অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমান অভিযানের মাধ্যমে ইটভাটার মালিককে জরিমানা করা হয়। পরিবেশ বিধ্বংসী কাজের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে থানচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি ইট ভাটা মৌসুমকে সামনে রেখে জেলার ৭ উপজেলায় অবৈধ ইটভাটায় ব্যাপক কর্মযজ্ঞ চালানো হচ্ছে। এসব ইট ভাটায় জ্বালানী কাঠ পুড়ানো, পাহাড় ও চাষের জমি কাটাসহ পরিবেশ বিধ্বংসী নানা অভিযোগ রয়েছে।