ইব্রাহীম আজাদ বাবুঃ
খেলাধুলা জ্ঞানের বাইরে নয়, খেলাধুলা মানুষের মনকে সতেজ এবং প্রাণবন্ত করতে সাহায্য করে এই বিষয়াদিতে জোর দিয়ে প্রতিবছরের ন্যায় এবছর ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ কতৃক “এল পি এল” ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
৫ নভেম্বর সকাল নয়টায় বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে খেলা উদ্বোধন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইন অনুষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজিদুর রহমান।
টুর্নামেন্টে টিম চারটিটিম- ল কিংস, ল রেইন্জারস, ল ফাইটার্স, ল ডাইনামাইটস অংশ গ্রহন করছে
প্রথম ম্যাচ ল কিংস বনাম ল রেইন্জারস খেলা হয়। এতে বিজয় পায় ল রেইন্জারস দল। দ্বিতীয় ম্যাচ ল ফাইটার্স বনাম ল ডাইনামাইটস খেলা হয়, তাতে বিজয় পায় ল ফাইটার্স।
টুর্নামেন্ট এর সার্বিক সহযোগিতায় রয়েছে এনজিও প্রতিষ্ঠান ফিল্ম ফর পিস ফাউন্ডেশন।
ফাইনাল ম্যাচ ৭ নভেম্বর কক্সবাজার জেলা পার্ক মাঠে অনুষ্টিত হবে। খেলাধুলা যেন সমাজে শান্তি বয়ে আনে তারই প্রতিফলে এমন আয়োজন কক্সবাজারবাসীর কাছে খুবই অনন্দদায়ক এবং গৌরবের।