এম.নুরুদ্দোজা,চকরিয়া (কক্সবাজার):
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এস্ক্যাভেটর জব্দ করা হয়েছে । ৪ নভেম্বর সোমবার বিকাল ৪ টার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র নির্দেশে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন এ অভিযান পরিচালনা করেন । চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় বনবিভাগের বারবাকিয়া রেইঞ্জের আওতাধীন বিভিন্ন পাহাড় থেকে একদল চিহ্নিত ভূমিদস্যু এস্ক্যাভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগ প্রশাসনের কাছে উপস্থাপন করে স্হানীয় এলাকার সচেতন জনসাধারণ, এর ভিত্তিতে পহরচাঁদা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাহাড়ে অবৈধভাবে মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করার সময়ে এ অভিযান পরিচালনা করা হয় । আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন জানিয়েছেন, ভ্রামমাণ আদালতের অভিযানের উপস্থিতি দেখে অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে বিক্রিকারী চিহ্নিত অপরাধী চক্রের লোকজন পালিয়ে গেলেও, তাদের ব্যবহারিত মাটি কাঁটার এস্কাভেটর টি জব্দ করে বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার ও ইউপি মেম্বার বাদল এর জিম্মায় রাখা হয়। জব্দকৃত স্কাভেটার টির মালিক স্হানীয় মৃত মোজাহের আহমদের পুত্র মোজাম্মেল মাঝি সহ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বনবিভাগের বারবাকিয়া রেইঞ্জের বিট কর্মকর্তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইন গতভাবে ব্যবস্হা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মিলন কান্তি বড়ুয়া, কর্মচারী নুরুল আমিন, চকরিয়া থানা পুলিশের একটি দল সহ দ্বায়িত্বশীল ব্যক্তি বৃন্দ।