সিবিএন : কক্সবাজার সিটি কলেজ আন্ত:অনুষদ ছাত্রী ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৯ শুরু হয়েছে । ৪ নভেম্বর সোমবার কলেজ মাঠে বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ ক্য থিং অং। তিনি বলেন , নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা অর্জনে খেলাধূলায়ও পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে। আমাদের ছাত্রীদেরও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে চাই । সে লক্ষ্যে এ টুর্ণামেন্টের আয়োজন।

উদ্বোধনী খেলায় স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট কমিটির আহবায়ক অধ্যাপক জেবুন্নেছা । বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক । এ সময় বিভিন্ন অনুষদের প্রধান , বিভাগীয় প্রধান ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিল।

প্রথমদিনের ৮ ওভারের খেলায় কলা অনুষদ ব্যাট করে বাণিজ্য অনুষদকে ৪৭ রানের টার্গেট দেন। বাণিজ্য অনুষদ ৩ উইকেটে জয়লাভ করেন। দিনের ২য় ম্যাচে ব্যাট করে সমাজ বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদকে ৪৬ রানের টার্গেট দেন। বিজ্ঞান অনুষদ তাড়া করে ৩ উইকেটে জয়লাভ করেন। সল্প পরিসরে অত্যন্ত প্রতিযোগিতা পূর্ণ এই টুর্ণামেন্ট বেশ উপভোগ্য ও জমজমাট হয়ে উঠেছে।