প্রেস বিজ্ঞপ্তি:

সারাদেশে একযোগে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।
এবারও জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের সুবিধার্থে কক্সবাজারে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ।
২নভেম্বর শনিবার, ১ম পরীক্ষা শেষে কক্সবাজার জেলার প্রায় পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগের পক্ষ থেকে রুটিন বিতরণ করা হয়।
শহরের বেশ কিছু কেন্দ্রে জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীনের নেতৃত্বে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের মাঝে রুটিন বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা৷

এছাড়াও জেলার বিভিন্ন স্থানে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা স্ব স্ব উদ্যোগে রুটিন বিতরণ করে।
জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীন জানান- পরীক্ষার্থীদের রুটিন বিতরণ কার্যক্রম ছাত্রলীগ সবসময় হাতে নিয়ে থাকে। শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে ছাত্রলীগের নেতাকর্মীরা পাশে থাকবে৷

এছাড়াও প্রশ্নপত্র ও উত্তরপত্রের নিরাপত্তা বিধান, পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, দুর্নীতিমুক্ত পরীক্ষা পরিচালনার জন্য গণসচেতনতা তৈরী, নকলমুক্ত পরিবেশ রক্ষায় সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসনের নিকট ছাত্রলীগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।