পেকুয়া সংবাদদাতা:
পেকুয়ায় এক মানসিক প্রতিবন্ধীকে লাঞ্চিত করার প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটেছে। ১নভেম্বর (শুক্রবার) উপজেলার মগনামা ইউনিয়নের মগঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে তিন জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ঘটনায় আহত স্থানীয় আব্দু ছালামের পুত্র আরফাত বলেন, আমার বাবা আব্দু ছালাম (৫০) একজন মানসিক প্রতিবন্ধী । আমার বাবাকে প্রায় প্রতিনিয়ত আমাদের এলাকার এছারুল হকের পুত্র মাহামুদুল করিম লাঞ্চিত করতেন এবং টাট্টা মশকরা করতেন। আজ শুক্রবার ও একই ভাবে তাকে লাঞ্চিত করলে তার পরিবারেরকে আমরা বিষয়টি জানাই এতে ক্ষিপ্ত হয়ে এছারুল হকের পুত্র কলেজ ছাত্র রেজাউল করিম ও জিয়াবুল করিম মিলে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এতে আমি ( আরাফাত), আমার বোন রুজিনা, ভাই রিকাত ও আমার মা মোশারফা বেগম গুরুতর আহত হয়।

এদিকে স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা অবগত হলে হামলাকারীরা তাদের সাথে ও অসদাচরণ করেন। আহতরা এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম কে অবগত করেন। এবং মামলা করবেন বলেও জানান তারা।