সংবাদদাতা:

মহেশখালী কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ বিহারে সারসংক্ষেপ ইতিবৃত্তি ও শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসবে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, যুগ যুগ ধরে স্ব-স্ব ধর্মীয় অনুশাসনের মধ্যদিয়ে এতদাঞ্চলের লোকজন সব ধর্মের সম্প্রীতি বজায় রেখে চলেছেন । এতে এ এলাকার সব ধর্মের মানুষের প্রতি সম্পর্ক আরো দৃঢ হচ্ছে । প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম সঠিক ভাবে অনুশরন করলে কখনো সে অন্যায় কাজ করতে পারবে না । আমরা মানুষ হিসেবে একে অপরের প্রতি সুহার্দপুর্ণ সম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করে অত্র ইউনিয়ন কে সন্ত্রাস ও মাদকমুক্ত হিসেবে একটি মডেল ইউনিয়নে রুপান্ত্রিত করতে সর্বাত্বক চেষ্টা অব্যাহত রাখব । মহেশখালী কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ বিহারে ৩০ অক্টোবর বুধবার দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে উদ্বোধনী আলোচনা সভায় উপরোক্ত কথা গুলো বলেন , কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ । পরে ইউপি চেয়ারম্যান তারেক শরীফ তার ব্যাক্তিগত তহবিল থেকে বিহারের উন্নয়নের জন্য নগত ১ লক্ষ টাকা অনুদান দেন । উক্ত মহাদানানুষ্টানে সকালের মহা সঙ্ঘদানে সভাপতিত্ব করেন ভদন্ত ধর্মপাল মহাথের মহোদয়-অধ্যক্ষ জলদী ধর্মরত্ন বিহার। উপস্থিত লোকানন্দ মহাথের- সহসম্পাদক সঙ্ঘরাজ ভিক্ষু মহাসভা। প্রধান ধর্মদেশক হিসাবে উপস্থিত ছিলেন , সিদ্ধি পুরুষ বিয়নে সুশীল বৌদ্ধ ভিক্ষু সুচরিতগুণ সম্পন্ন ভদন্ত প্রজ্ঞারত্ন থের- মহেশখালী শীলরক্ষিত বন বিহার। বিষেশ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ হাসান বশির । ধর্মালোচক হিসাবে উপস্থিত ছিলেন ভদন্ত দয়ানন্দ মহাথের-অধ্যক্ষ মহেশখালী কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ মহাবিহার, ভদন্ত প্রজ্ঞানন্দ স্থবির, শীলমিত্র স্থবির মহোদয় । অনুষ্ঠানে সম্পাদকীয় বক্তব্য রাখেন বাবু মাষ্টার জেমসেন বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন বাবু রতন বড়ুয়া সুবোধী , দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো মহোদয়-বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি । প্রধান ধর্মদেশক হিসাবে বক্তব্য রাখেন ভদন্ত প্রজ্ঞানন্দ থেরো-চেয়ারম্যান কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদ। এতে আরও ধর্ম আলোচনায় বক্তব্য রাখেন , প্রভাষক ভদন্ত সুনন্দ স্থবির, ভদন্ত দিপানন্দ স্থবির, ভদন্ত পণ্ডিত ধর্মমিত্র স্থবির, মাষ্টার ছধির বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনায় বাবু সর্বানন্দ বড়ুয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন , ভদন্ত সুমনপ্রিয় ভিক্ষু ও মাষ্টার বাবু সুগত বড়ুয়া । এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , কালারমারছড়া পুলিশ ফাঁড়ীর এ এস আই মোঃ জাহাঙ্গীর , ইউপি সদস্য লিয়াকত আলী খাঁন, ইউপি সদস্য মোস্তাক আহমদ , আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু , মৌঃ মোজাম্মেল হক , শরীফুল ইসলাম প্রমূখ । এর আগে একই দিন বিকালে কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ঝাপুয়া একাডেমি স্কুলের জেএসসি ও পিএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন । চেয়ারম্যান তারেক শরীফ ঝাপুয়া একাডেমি স্কুলের ভাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য তার নিজস্ব তহবিল থেকে ২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন ।