পরিমল কান্তি শীল :

দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় চলছে শ্রীশ্রী গিরি গোবর্ধন পূজা, অগ্নিষ্টোম বৈঞ্চব হোমযজ্ঞ ও অন্নকুট মহোৎসবের প্রস্তুতি। এই উৎসবকে কেন্দ্র করে কুতুবদিয়া বড়ঘোপ শ্রীশ্রী কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী জগন্নাথ নামহট্ট সংঘের উদ্যোগে আয়োজিত ২ দিনব্যাপি মাঙ্গলিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে আগামী ৪ নভেম্বর সোমবার ভজন কীর্ত্তন, তুলসী আরতি, শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি, শ্রীশ্রী দামোদর অষ্টকম পাঠ, শ্রীকৃষ্ণের দামোদর বিগ্রহে সহস্র প্রদীপ প্রজ্জ্বলন উৎসব, দামোদর মাহাত্ম্য আলোচনা, লীলা কীর্তন। ৫ নভেম্বর মঙ্গলবার মঙ্গল আরতি, নগর সংকীর্তন, শ্রীমদ্ভাগবদ পাঠ, অগ্নিষ্টোম বৈঞ্চব হোমযজ্ঞ, ধর্মীয় আলোচনা সভা, শ্রীশ্রী গিরি গোবর্ধনের ভোগারতি ও অন্নকূটের মহাপ্রসাদ বিতরণ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। প্রধান আর্শিবাদক থাকবেন ইস্কন জাতীয় কমিটির সহ-সভাপতি শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ। উদ্বোধক থাকবেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) হিল্লোল বিশ্বাস। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানের প্রতিটি পর্বে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন শ্রীশ্রী জগন্নাথ নামহট্ট সংঘ ও শ্রীশ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি পাল, সাধারণ সম্পাদক পরিমল কান্তি শীল, অন্নকূট মহোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি রাজীব শীল, সাধারণ সম্পাদক দিলীপ দাশ ও অর্থ সম্পাদক ডাঃ রাজীব দাশ।