মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র সভাপতি দিদারুল আলম তুষার (২৮) সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। দিদারুল আলম তুষার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকির পাড়া গ্রামের আবদুর রহমান ও খালেদা বেগমের পুত্র। বিষয়টি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সদস্য ও বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ আমিনের সন্তান এডভোকেট মঈনুল আমিন ইমু সিবিএন-কে নিশ্চিত করেছেন।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করা দিদারুল আলম তুষার দেশের বহুজাতিক কোম্পানি মেঘনা গ্রুপে (ফ্রেশ গ্রুপ) চাকুরী করতো। দিদারুল আলম তুষার সোমবার ২৮ অক্টোবর পেশাগত কাজে ই-বাইক (টমটমগাড়ি) করে চিরিঙ্গা-বদরখালী রোড হয়ে যাওয়ার সময় ইলিশিয়া নামক স্থানে দুপুর ১২ টার দিকে একটি সিএনজি’র সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। তুষারকে আহতাবস্থায় সেখান থেকে চিরিঙ্গা জমজম হাসপাতালে আনা হলে সেখানে দিদারুল আলম তুষার একইদিন বেলা দেড়টার দিকে হাসপাতালে মারা যায়। সড়ক দুর্ঘটনায় তুষারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোমবার ২৮ অক্টোবর মাগরিবের নামাজের পর বরইতলী ডাঙ্গারদীঘি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে দিদারুল আলম তুষারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রচুর মুসল্লীর সমাগম ঘটে বলে এডভোকেট মঈনুল আমিন ইমু সিবিএন-কে জানিয়েছেন