বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১০ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন ও শিক্ষা প্রকৌশল বিভাগের অর্থায়নে ৩ কোটি ১৬ লাখ টাকার ২টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প গুলো হল ৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে লামা উপজেলার রাজবাড়ী হতে মেরাখোলা রাস্তায় মাতামুহুরী নদীর উপর সংযোগ সড়কসহ পিপি গার্ডার ব্রীজ নির্মান ৫৪ লাখ টাকা ব্যয়ে মাতা মুহুরী কলেজের বীর বাহাদুর কনফারেন্স হল নির্মান ৩০ লাখ টাকা ব্যয়ে শিলের তুয়া পাড়া কেন্দ্র নির্মান।

এদিকে শিক্ষা প্রকৌশল শাখার অর্থায়নে ২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে লামা আদর্শ বালিকা বিদ্যালয়ের চার তলা ভিত বিশিষ্ট চার তলা একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন ও ৭৫ লাখ টাকা ব্যয়ে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২য় ও ৩য় তলা উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন,পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোডের সদস্য পরিকল্পনা ড.প্রকাশ কান্তি চৌধুরী, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ মোজাম্মেল হক বাহাদুর লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল লামার পৌর মেয়র জহিরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে জান্নাত রুমী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাতসহ সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তারা।

উন্নয়ন কাজের উদ্বোধন শেষে পরে মন্ত্রী ম্যারাখোলায় স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় যোগদান করেন।