মুহাম্মদ মনজুর আলম , চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ বিতরণ করলেন শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থাা (ইএসডিও)। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ঝরে পড়া মেধাবী শিক্ষার্থীরা এ সংস্থাার আওতায় শিক্ষার উপকরণ গ্রহণ করে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২ টায় ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউটে বগাচতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলমের সঞ্চালনায় শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থাার পরিচালক এম.গিয়াস উদ্দিন গাজীর সভাপতিত্বে এ আয়োজন সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জাফর আলম। প্রধান অতিথির বক্তব্যে সংস্থাার পরিচালক গিয়াস উদ্দিন গাজীর ব্যক্তিগত এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, প্রতিটি সমাজে আর্থিক অনটনের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী পিছিয়ে পড়ছে। এ নিয়ে সমাজের স্বচ্ছল লোকেরা যদি সহযোগিতার হাত বাড়ায় তাহলে শিক্ষা থেকে বঞ্চিত হতো না কোন শিক্ষার্থী। কেননা একমাত্র সুশিক্ষিতরাই পারে দেশকে এগিয়ে নিতে। সমাজকে প্রতিষ্ঠিত করতে সমাজকে উন্নত করতে একমাত্র শিক্ষার কোন বিকল্প নাই।

ইএসডিও পরিচালক এম. গিয়াস উদ্দিন গাজী বক্তব্যে বলেন, শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থাা ইএসডিও ঝরেপড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন এলাকায় পারিপার্শ্বিক কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। এ সংস্থাা তার কারণগুলো খুঁজে বের করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ইএসডিও।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষিকা তসলিমা জন্নাত, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মনজুর আলম, দৈনিক ইনানীর প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন, চাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহাব উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিাত ছিলেন।