প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৪ জনকে আটক করেছে। গত ২৫  অক্টোবর সকাল হতে ২৬ অক্টোবর সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ  সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই সনৎ বড়ুয়া, এসআই মোঃ রুহুল আমিন, এসআই কাঞ্চন দাশ, এসআই মোস্তাক আহমেদ, এএসআই সাজিদুল ইসলাম, এএসআই লোকমান হোসেন সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। মোঃ তারেকুর ইসলাম, পিতা- মশিউল্লাহ, সাং- দক্ষিণ পাহাড়তলী, সাত্তার ঘোনা, থানা ও জেলা- কক্সবাজার।
২। আরিফ উল্লাহ, পিতা- মোঃ ফজর আলম, সাং- বাড়িয়া পাড়া, শাপলাপুর ইউপি, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার।
৩। মোঃ আইয়ুব আলী, পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং- দক্ষিণ হাজী পাড়া, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
৪। কাজী জাফর সাদেক, প্রঃ রাজু, পিতা- আব্দুস সবুর, সাং- মধ্যম বাহারছড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৫। মংছেন ওয়াং, পিতা- মৃত উক্যাচিং, সাং- বড় বাজার, ৩নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
৬। বদিউল আলম, পিতা- সালেহ আহমেদ, সাং- দক্ষিণ ডিককুল, থানা ও জেলা- কক্সবাজার।
৭। সোহেল রানা, পিতা- সালেহ আহমদ, সাং- পশ্চিম লারপাড়া, ১নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
৮। হাসিবুল হাসান, পিতা- মোঃ জসিম ্উদ্দিন সাং- বার্মিজ রোড টেকপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৯। মোঃ যুবরাজ, পিতা- নুর মোহাম্মদ, সাং- বৈদ্যঘোনা, জাদি পাহাড়, সুলতান আহমেদ এর বাড়ী, থানা ও জেলা- কক্সবাজার।
১০। মোঃ তারেকুল ইসলাম, পিতা- মশিউল্লাহ, সাং- সাত্তার ঘোনা, ৭নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
১১। মোঃ ইমরান, পিতা- হাসান মাহবুব প্রঃ শেখ বাহাদুর, সাং- বাদশা ঘোনা, ৯নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। সাহাব উদ্দিন, পিতা- আলী আকবর, সাং- সৈকত পাড়া, আনবিক শক্তি কমিশনের পিছনে কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার।
২। মোঃ হেলাল, পিতা- সুলতান, সাং- বৈদ্য ঘোনা, থানা ও জেলা- কক্সবাজার।
৩। ছুরত আলম সিকদার, পিতা- মৃত মোঃ খলিল সিকদার, সাং- পশ্চিম মুক্তারকুল বাংলা বাজার, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ  সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।