নিজস্ব প্রতিবেদকঃ
বছরে ৩৬৫ দিনই আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকে পুলিশ। উপর থেকে কখন কি হুকুম আসে তার জন্য কান পেতে থাকতে হয়। চাহিদামতো বিশ্রাম বা ঘুম বলতে নেই পুলিশ সদস্যদের। আর পুলিশের সাথে ‘সেতুবন্ধন’ হিসেবে কাজ করে জনগণ, যাকে কমিউনিটি পুলিশ বলা হয়ে থাকে। নিজেদের জীর্ণতা ঝেড়ে বন্ধন আরো সুদৃঢ় করতে প্রতি বছর পালিত হয় কমিউনিটি পুলিশিং ডে।
এ উপলক্ষে ২৬ অক্টোবর উখিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে পুলিশের ‘স্পেশাল দিন’ হিসেবে চিহ্নিত দিনটিতে উখিয়া থানার ওসি মোঃ আবুল মনসুরকে মিষ্টিমুখ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নিকারুজ্জামান চৌধুরী।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উখিয়া থানার রাস্তার মাথা থেকে কমিউনিটি পুলিশিং ডে পালনে র‌্যালি প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।
‘পুলিশের সঙ্গে কাজ করি, জঙ্গি-মাদকমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে অনিষ্ঠিত র‌্যালি থানা কম্পাউন্ডে সমাপ্ত হয়।
শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

উখিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালনের খন্ড চিত্র। আলোচনা সভার আগে র‌্যালি। বক্তব্য রাখেন, ওসি মোঃ আবুল মনসুর।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার তাহিদ নাহিয়ান আদনান তাইয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, এএসপি মারুফ, সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উখিয়া থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জালিয়া পালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সভাপতির বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর।
অনুুুুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।