সংবাদদাতা:
কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে রামুর ঈদগড়-বাইশারী পথে যাত্রীসেবার সর্বোচ্চ নিশ্চয়তাসহ যৌথভাবে যাত্রা করেছে হিললাইন ও আলী রাজ পরিবহন।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে ঈদগড়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব। তিনি বলেন, পাহাড়ি পথে পরিবহন খুবই ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। তা জেনেও পরিবহন মালিক পক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রশংসার দাবীদার। মিনিবাস সংযোগ দিয়ে ঈদগড়বাসীর প্রতি তাদের আন্তরিকতার প্রমাণ দিয়েছেন। হিললাইন ও আলীরাজ পরিবহনকে সার্বিক সহযোগিতা করা দরকার।
ঈদগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সাংবাদিক হামিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী নুরুল আলম, আকবর মটরসের স্বত্বাধিকারী সেলিম আকবর, ইউপি সদস্য মনিরুজামান মনির।
উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তদারকি করেন আলী রাজ পরিবহনের চেয়ারম্যান ও কক্সবাজার চেম্বার অব কমার্স্ এন্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্য সিরাজ আকবর।
এ সময় স্থানীয় শ্রমিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঈদগাঁও-ঈদগড়-বাইশারী পথে নতুন সার্ভিস দেয়ায় বাস মালিকপক্ষকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
সেই সাথে এই পরিবহন দুইটি থেকে সর্বোচ্চ সেবাও প্রত্যাশা করেছে তারা।