বিশেষ প্রতিবেদকঃ
ডাকাত দলের আস্তানার সন্ধানে টেকনাফের রোহিঙ্গা শিবিরের নিকটবর্তী পাহাড়ে ড্রোন দিয়ে অভিযান চালিয়েছে র‍্যাব।
শুক্রবার সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টেকনাফের বাহারছড়া টইগ্যা পাহাড়সহ বেশ কয়েকটি দুর্গম পাহাড়ে অভিযান চালায় র‌্যাব-১৫। তবে এ অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নি।
অভিযান পরিচালনাকারী র‌্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, ক্যাম্প সংলগ্ন পাহাড়ে থাকা ডাকাতরা রোহিঙ্গা ও স্থানীয়দের জিম্মি করে প্রায়ই লুটপাট চালায়। এছাড়া ডাকাত দলের সদস্যরা ধর্ষণ, খুন ও অপহরণের মতো অপরাধ করছে। ক্যাম্পের ভেতর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালায়। পাহাড়ি এলাকায় রোহিঙ্গা ডাকাত হাকিম বাহিনীর অবস্থানের খবর ছিল। হাকিম বাহিনীর গ্রুপকে ধরতে পাহাড়ে প্রাথমিকভাবে আমরা অভিযান পরিচালনা করেছি।
তিনি বলেন, ‘এবারই প্রথম র‌্যাব সদর দপ্তর থেকে ড্রোন এনে ডাকাত দলের আস্তানা খোঁজার চেষ্টা করা হয়েছে। প্রয়োজনে দুর্গম পাহাড়ি এলাকায় র‌্যাব হেলিকপ্টারের মাধ্যমে অভিযান পরিচালনা করবে।’