মোহাম্মদ হোসেন,হাটহাজারী :

চ.বি ভর্তি পরীক্ষায় যানজটমুক্ত রাখতে মহাসড়কের অবৈধ স্থাপনা সরিয়ে দিচ্ছে উপজেলা প্রশাসন। শুক্রবার(২৫ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) রুহুল আমিন পুলিশ ফোর্স নিয়ে সড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। ২৬ অক্টোবর শনিবার চ.বি ভর্তি পরীক্ষা শুরু হবে। এর আগে ইউএনও স্থানীয় আবাসিক হোটেল ও রেস্ট হাউজে ভর্তি দিতে আসা পরীক্ষার্থীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় না করার জন্য সতর্ক করে দেন হোটেল গুলোর মালিককে। ইউএনও নির্দেশ এ আবাসিক হোটেল মালিকরা রুম ভাড়া কমিয়ে দেয়।

প্রতি বছর চ.বি ভর্তি পরীক্ষায় আবাসিক হোটেল এর মালিকরা ইচ্ছাকৃত ভাবে পরীক্ষার্থীদের কাছ থেকে ভাড়া আদায় করে আসছিল। কিন্ত এবার তা হতে দেয়নি উপজেলা প্রশাসন।

ইউএনও রুহুল আমিন বলেন,চ.বি পরীক্ষার্থীরা যাতে সব কিছুতে টেনশন মুক্ত থাকেন সে ব্যবস্থা করা হয়েছে। রাস্তার যানজটমুক্ত রাখতে পুলিশ,ট্রাফিক এর পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এ সব নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন।