মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বুধবার ২৩ অক্টোবর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে ২৭৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির ঘোষণা দেন। যারমধ্যে ৯৯৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪৩৯ টি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

তারমধ্যে কক্সবাজার জেলায় মোট ১৩ টি মাধ্যমিক ও ১১ টি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়কে এমপিও ভুক্ত করা হয়েছে।

কক্সবাজারে যেসব মাধ্যমিক বিদ্যালয়কে এমপিও ভুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে-

চকরিয়া উপজেলাঃ
(১) উত্তর বরইতলী হাইস্কুল (২) মালুমঘাট আইডিয়াল হাই স্কুল

মহেশখালী উপজেলাঃ
(৩) কুতুবজোম অপসোর হাইস্কুল

কুতুবদিয়া উপজেলাঃ (৪) আলী আকবর ডেইল হাইস্কুল

কক্সবাজার সদর উপজেলাঃ
(৫) আমেনা খাতুন গার্লস হাইস্কুল (৬) সাউথ খুরুস্কুল মডেল হাইস্কুল (৭) টিএমসি গার্লস হাইস্কুল

রামু উপজেলাঃ
(৮) মনসুর আলী সিকদার আইডিয়াল হাই স্কুল (৯) আল ফুয়াদ একাডেমি

টেকনাফ উপজেলাঃ
(১০) সাবরাং হাইস্কুল (১১) নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন হাইস্কুল (১২) হ্নীলা গার্লস হাইস্কুল
উখিয়া উপজেলাঃ
(১৩) থাইংখালী হাইস্কুল

নিম্ম মাধ্যমিক পর্যায়ে কক্সবাজার জেলায় যে ১১ টি বিদ্যালয় এমপিও ভুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে-(১) চকরিয়া উপজেলার চকরিয়া গ্রামার স্কুল (২) চকরিয়া উপজেলার চকোরী আদর্শ শিক্ষা নিকেতন (৩) মহেশখালী উপজেলার মাতারবাড়ি আদর্শ পাবলিক হাইস্কুল (৪) মহেশখালী উপজেলার ছোট মহেশখালী মডেল জুনিয়র হাইস্কুল (৫) মহেশখালী উপজেলার হোয়ানক গার্লস হাইস্কুল (৬) মহেশখালী উপজেলার নর্থ নলবিলা জুনিয়র সেকেন্ডারী স্কুল (৭) মহেশখালী উপজেলার হোয়ানক জুনিয়র আদর্শ বিদ্যাপীঠ (৮) কক্সবাজার সদর উপজেলার আবুল কাসেম হাইস্কুল (৯) সদর উপজেলার গোমাতলী হাইস্কুল (১০) উখিয়া উপজেলার রুমখা পালং জুনিয়র হাইস্কুল ও (১১) টেকনাফ উপজেলার টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ পাবলিক স্কুল।