মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বুধবার ২৩ অক্টোবর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে ২৭৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির ঘোষণা দেন। যারমধ্যে দাখিল মাদ্রাসা ৩৫৭ টি, আলিম মাদ্রাসা ১২৮ টি, ফাযিল মাদ্রাসা ৪২ টি ও কামিল মাদ্রাসা রয়েছে ২৯ টি। দেশে সর্বমোট ৫৫৬ টি মাদ্রাসাকে এমপিও ভুক্ত করা হয়েছে।

কক্সবাজারে মোট ২৯ টি মাদ্রাসাকে এমপিও ভুক্ত করা হয়েছে। তারমধ্যে দাখিল মাদ্রাসা ২২ টি ও ফাজিল মাদ্রাসা ৫ টি। আলিম ও কামিল পর্যায়ে কোন মাদ্রাসাকে কক্সবাজার জেলায় এমপিও ভুক্ত করা হয়নি। কক্সবাজারে যেসব দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে-
চকরিয়া উপজেলাঃ
(১) দীঘর পানখালী দারুল উলুম মহিলা মাদ্রাসা (২) বহদ্দারকাটা আল ইমাম মহিলা দাখিল মাদ্রাসা (৩) ডুমখালী আলহিরা দাখিল মাদ্রাসা (৪) মজিদিয়া দারুসসুন্নাহ পৌর দাখিল মাদ্রাসা (৫) বরইতলী দাখিল মাদ্রাসা

মহেশখালী উপজেলাঃ
(৬) তাজিয়াকাটা সুমাইয়া (রা.) বালিকা দাখিল মাদ্রাসা (৭) বড় মহেশখালী মহিলা দাখিল মাদ্রাসা

কুতুবদিয়া উপজেলাঃ (৮) দারুল হিকমা আল মালেকিয়া দাখিল মাদ্রাসা।

কক্সবাজার সদর উপজেলাঃ
(৯) কালুফকির পাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা (১০) তোতকখালী দারুল কোরআন দাখিল মাদ্রাসা (১১) ভোমরিয়া ঘোনা হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা (১২) হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা দাখিল মাদ্রাসা (১৩) পিএমখালী আদর্শ দাখিল মাদ্রাসা (১৪) ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা (১৫) চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা

রামু উপজেলাঃ
(১৬) দক্ষিণ মিঠাছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা
টেকনাফ উপজেলাঃ
(১৭) দারুত তাওহীদ ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা (১৮) রঙ্গীখালী খাদিজাতুল কোবরা (রা.) মহিলা মাদ্রাসা (১৯) কাটাখালী রওজাতুন্নবী (স.) দাখিল মাদ্রাসা (২০) শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসা
উখিয়া উপজেলাঃ
(২১) ফাতেমাতুজ জোহরা (রা.) বালিকা দাখিল মাদ্রাসা এবং (২২) গয়ালমারা দাখিল মাদ্রাসা।

আলিম পর্যায়ে যে ৫ টি মাদ্রাসা কক্সবাজারে এমপিও ভুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে-(১) পেকুয়া উপজেলার আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা (২) মহেশখালী উপজেলার কালারমার ছরা মঈনুল ইসলাম আলিম মাদ্রাসা (৩) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসা (৪) রামু উপজেলার মাছুমিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ও (৫) উখিয়া উপজেলার ফারির বিল এম. কিউ. ডাব্লিও আলিম মাদ্রাসা।