লোহাগাড়া প্রতিনিধি:
সম্প্রতি ভোলার বোরহান উদ্দিন থানা এলাকায় অনাকাঙ্খিত একটি ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে লোহাগাড়া উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ সভাপতিত্ব করেন।

সভায় বক্তারা ভোলার ঘটনায় নিন্দা জানান। ইসলামে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোন সুযোগ নেই। ধর্মীয় অনুভুতিতে আঘাত আনাও অন্য ধর্মের ব্যতীত বিষয়। কিন্তু দুষ্কৃতকারীরা অরাজকতা সৃষ্টির জন্য ধর্ম নিয়ে অশালীন মন্তব্য করেছেন। ধর্ম নিয়ে ফেসবুকে কোন প্রকার উষ্কানিমূলক মন্তব্য না ছাড়ানোর আহবান জানান। এছাড়া সরকারের উন্নয়নমূলক কাজে বাঁধাগ্রস্থ করতে একটি মহল এসব কাজ করছে বলে মন্তব্য করেন বক্তারা।

এতে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, লোহাগাড়া থানার ওসি মু. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পুষ্পেন চৌধুরী, সাংবাদিক আব্দুল জব্বার ফিরোজ, এশিয়ান টিভি প্রতিনিধি আব্দুল আউয়াল জনি, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম.ডি জোনাইদ চৌধুরী, আধুনগর ইউপির প্যানের চেয়ারম্যান শিবু পাল, পুটিবিলা ইউপি’র প্যানেল চেয়ারম্যান সুজিত বড়ুয়া কাজল, মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।

সভায় উপজেলার সকল জনপ্রতিনিধি, মাদরাসা প্রধানগণ ও উপজেলায় কর্মরত সাংবাদিবৃন্দরা উপস্থিত ছিলেন।