নীতিশ বড়ুয়া, রামু:
রামু বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা ২৪ অক্টোবর। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। উদ্বোধক থাকবেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এতে বিশেষ অতিথি থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড্ভোকেট সিরাজুল মোস্তফা, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা, রামু উপজেলার সহকারি কমিশনার(ভূমি) চাই থোয়াইহ্লা চৌধুরী, রামু থানা অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, রামু থানার ওসি (তদন্ত) এস.এম. মিজানুর রহমান ও রামু উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ আয়োজিত ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম জানান, এ বছর প্রতিযোগিতায় কক্সবাজার সদর, চকরিয়া ও রামু উপজেলার মোট ২৬টি নৌকাদল অংশ নিয়েছে। বিগত ৩ অক্টোবর প্রতিযোগীতার উদ্বোধন হয় এবং ১৭ অক্টোবর দ্বিতীয় রাউন্ডের খেলা শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়। আগামী ২৪ অক্টোবরের ফাইনাল খেলাও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন, সাংবাদিক, প্রতিযোগী নৌকাদল, ক্রীড়ামোদি সকল দর্শকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।