ওমর ফারুক :

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজার সিটি কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাণিজ্য অনুষদ ৩-০ গোলে সমাজবিজ্ঞান অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ম্যাচের ৭, ১৯ ও ৪৮ মিনিটের মাথায় স্ট্রাইকার বিজয়ের দুর্দান্ত হ্যাট্রিকে জয় নিশ্চিত হয় বাণিজ্য অনুষদের।

২০ অক্টোবর বিকাল পাঁচটায় কলেজের অধ্যক্ষ ক্য থিং অংয়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডির সদস্য ইঞ্জিনিয়ার বদিউল আলম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, বাণিজ্য অনুষদ প্রধান অধ্যাপক গোপাল কৃঞ্চ দাশ , সমাজ বিজ্ঞান অনুষদ প্রধান অধ্যাপক শাহনুর আকতার , কলা অনুষদ প্রধান অধ্যাপক আকতার চৌধুরী,      বিজ্ঞান অনুুুুষদ প্রধান অধ্যাপক জেবুন্নেছা , বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকমণ্ডলী। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক জহিরুল হকের

ছবিতে ডানে শিরোপা জয়ী বাণিজ্য অনুষদ ও ডানে রানার্স আপ সমাজ বিজ্ঞান অনুষদ

পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক আরিফুল ইসলাম। পুরো টুর্নামেন্টে দৃষ্টিনন্দন ফুটবলশৈলি উপহার দিয়ে শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন বাণিজ্য অনুষদের সাকিব। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩টি করে গোল করে গোল্ডেন বুট জয় করেন বাণিজ্য অনুষদের বিজয় ও কলা অনুষদের নুরুল আলম।