ওমর ফারুক :
কক্স বাজার সিটি কলেজ আন্তফুটবল ১৯ অক্টোবর শনিবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলা অনুষদ ও বিজ্ঞান অনুষদ। ফাইনালে যাওয়ার কঠিন সমীকরণের সামনে কলা অনুষদের দরকার ছিল বড় ব্যবধানের জয়। সমর্থকদের প্রত্যাশার গগণচুম্বী পারদের মতোই দৌড় শুরু করেছিল কলার ফরোয়ার্ডরা। খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় দর্শনীয় শটে গোলের সূচনা করেন কলা অনুষদের ১১ নাম্বার জার্সিধারী নুরুল আলম। তার ঠিক ৪ মিনিট পরে আবারো সমর্থকদের গোলের আনন্দে ভাসিয়ে ২-০ লিড এনে দেন নুরুল। ম্যাচের ১৫ মিনিটের মাথায় সাইফুল কলা অনুষদের ফাইনালে যাওয়ার স্বপ্নটাকে আরো বড় করে তুলেন চমৎকার এক গোলে (৩-০)। কিন্তু হঠাৎ করেই যেন সেই স্বপ্নের পথে বাধ সাধে বিজ্ঞান অনুষদের ৭ নং জার্সিধারী মিডফিল্ডার ফাহিমের চমৎকার এক ভলিতে। প্রথমার্ধ শেষ হয় ৩-১ এ। দ্বিতীয়ার্ধের মাত্র ১ মিনিটের মাথায় কলা অনুষদের দর্শক গ্যালারিকে আরেকবার উল্লাসিত করে ৪-১ পরিণত করেন জাহেদ। ঠিক ৪ মিনিট পর সেই উল্লাসে পানি ঢেলে দেন বিজ্ঞান অনুষদের আলতাফ (৪-২)। ১১ মিনিটের মাথায় নুরুল আলম দর্শনীয় শটে বিজ্ঞান অনুষদের জালে বল জড়িয়ে স্কোরলাইন ৫-২ এ পরিণত করেন। নুরুলের হ্যাট্রিকে ফাইনালে যাওয়ার আশায় বুক বাধে কলা অনুষদ।