সংবাদদাতাঃ
কক্সবাজার শহরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা চেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির।
তিনি বলেন, প্রশাসনের একার পক্ষে আইনশৃঙ্খলা ঠিক রাখা পুরোপুরি সম্ভব নয়। প্রয়োজন সবার সহযোগিতা। জনগণ সচেতন হলে অপরাধ ও অপকর্ম করে কেউ পার পাবে না।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে গেলে নবাগত ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির কথাগুলো বলেন।
ওসি বলেন, কোথাও কোন ব্যবসায়ী হয়রানীর শিকার হলে প্রশাসনকে জানাবেন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের সাথে কোন আপষ নয়।
সমিতির কার্যকরী সভাপতি মুছা কলিম উল্লাহর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -সহসভাপতি মুজিবুর রহমান, আনোয়ার হোসেন মামুন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম টিপু, সদস্য আজাদ কামাল, মোজাহের।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষ বেশ কিছুক্ষণ কুশল বিনিময় করেন এবং নবাগত ওসি ব্যবসায়ী প্রতিনিধিদের শুভেচ্ছা জানান।