নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার শহরের শীর্ষ ছিনতাইকারী ও সন্ত্রাসী আরিফকে অবশেষে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইলও উদ্ধার করা হয়েছে। জানা গেছে, আরিফের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের এক মামলায় ২ বছরের সাজাও রয়েছে। আরিফ শহরের গোলদিঘীর পাড় এলাকার (কবরস্থান পাড়া) মোঃ আলমের পুত্র।

শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর মানস বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ গোলদিঘীর পাড় এলাকা থেকে আরিফকে আটক করে। এদিকে আরিফ আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে গোলদিঘীর পাড়, ঘোনারপাড়া, বৈদ্যঘোনাসহ শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে স্বস্তির নি:শ্বাস দেখা দিয়েছে। খবর নিয়ে জানা গেছে-আরিফের নেতৃত্বে শহরের গোলদিঘীর পাড়, গোলদিঘীর পাড়, ঘোনারপাড়া, বৈদ্যঘোনা, বইল্ল্যাপাড়া কেন্দ্রিক একটি ছিনতাইকারী সিন্ডিকেটে গড়ে উঠে। আর এই ছিনতাইকারীদের হাতে এক প্রকারে জিম্মি হয়ে পড়ে এলাকার সাধারণ মানুষ। যখন যার কাছ থেকে মোবাইল, টাকা বা অন্য কিছু পেত সেগুলো ছিনিয়ে নিয়ে যেত আরিফের নেতৃত্বে ছিনতাইকারীরা।