মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু:
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের স্বাক্ষর জাল করে ভূয়া জন্ম নিবন্ধন দিয়ে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে রাহমতুল আমিন নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  ১৬ অক্টোবর বেলা ১২ টারদিকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ দ্বারা মোতাবেক দশ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা এই জরিমানা করেন।
জানা যায়, খুনিয়াপালং ইউনিয়নে ভোটার হালনাগাদ কার্যক্রম চলাকালীন ওই যুবকের ভূয়া জন্ম নিবন্ধন দেখে জাল সনাক্ত করা হয়। মরিচ্যা বাজারের পাবলিক মিডিয়া কম্পিউটারের দোকান থেকে এই জাল নিবন্ধনটি সংগ্রহ করে বলে রাহমতুল আমিন জানান।