সিসি ক্যামরায় ধারণকৃত চোরের ছবি

জহির খন্দকার, ঈদগড়:
রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে সম্প্রতি চোরের উপদ্রুপ বৃদ্ধি পেয়েছে। রাতের বেলায় সীমাবদ্ধ নয়, এবার দিনদুপুরে চুরির ঘটনা ঘটছে।
বিশেষ করে, গত ৪ অক্টোবর ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নুরুল আজিমের মালিকানাধীন আজিম ক্লথ স্টোরে ফিল্ম স্টাইলে চুরির ঘটনাটি বেশ সাওর হয়। অবশ্য দোকানে বসানো সিসি ক্যামেরায় ধরাও পড়ে চোর। এই ঘটনায় রামু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
গত ৬ অক্টোবর কাপড়ের দোকানের মালিক নুরুল আজিম মেম্বার অজ্ঞাতনামা সেই যুবকের বিরিদ্ধে রামু থানায় লিখিত অভিযোগ দাযের করেছে। যার নং-১৩৩৩।
অভিযোগটি থানার এএসআই মোরশেদ আলম তদন্ত করছেন।
জানা যায়, সম্প্রতি ঈদগড় ইউনিয়নের গ্রামেগঞ্জে চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। গবাদি পশু থেকে শুরু করে গৃহসরঞ্জাম বাদ যাচ্ছেনা চোরের হাত থেকে। উঠতি বয়সি যুবকরা চুরির ঘটনায় জড়িয়ে পড়ছে। চোরেরদল কৌশলী হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিরা হিমশিম খাচ্ছে।
ইতিপুর্বে চরপাড়া আবুল কালামের বাড়ীতে এবং টুঠারবিল গ্রামে ৩ টা বাড়ীতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। সর্বশেষ গত ৪ অক্টোবর দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় দোকান মালিক নুরুল আজিম (সাবেক মেম্বার) ও দোকান কর্মচারি মো:ওয়াসিম প্রতি কাপড়ের দোকানের পর্দা টেনে দিয়ে জুমার নামাজ পড়তে যায়। জুমার নামাজ চলাকালিন সময়ে এক যুবক দোকানে ঢুকে ২টা ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে ১ লক্ষ ৮০ হাজার নগত টাকা চুরি করে পালিয়ে যায়। নুরুল আজিম মেম্বার নামাজ শেষে দোকানে গিয়ে দেখতে পান, ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা। ক্যাশে গচ্ছিত ১ লক্ষ ৮০ হাজার টাকা নাই।
নুরুল আজিম মেম্বার সাথে সাথে সিসি ক্যামরায় ধারনকৃত ভিডিও ফোটেজ দেখেন। এতে অপরিচিত এক যুবকে দোকানে ঢুকে চুরি করতে দেখা যায়।
চোরটি বহিরাগত হওয়ার কারণে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এএসআই মোরশেদ আলম বলেন, সিসি ক্যামরায় ধারণকৃত ভিডিও ফোটেজ দেখে চোর সনাক্ত করর তাকে আইনের আওতায় আনা হবে।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে দিনদুপুরে চুরির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়ে বাজারের ব্যবসায়ীরা।