নুরুল হক বুলবুল

 

আমি চাই বৃষ্টি হোক, খুব বেশি বৃষ্টি হোক

কষ্ট চেপে রাখা লোক গুলো একটু মন ভরে কাঁদোক।

আমি চাই প্রতারিত লোক গুলো কাঁদোক

না পাওয়ার হাহাকারে থাকা লোক গুলো কাঁদোক

আহার জুটাতে না পারা বাবাটি কাঁদোক

চাকরি না পাওয়া দরিদ্র মেধাবী ছেলেটি কাঁদোক

প্রেমে ব্যর্থ হওয়া প্রেমিক-প্রেমিকারাও কাঁদোক

তবে যেনো বৃষ্টিতে; প্রবল ঝড়ের সময়ে।

আমি চাই না ধোঁকা খাওয়া প্রেমিকেরা ধুঁকেধুঁকে কাঁদোক

বিনিদ্র রজনীতে কাঁদতে গিয়ে ভেতরের বাঁধ না ভাঙুক

গোপনে কাঁদতে গিয়ে যেনো কেউ জেনে না ফেলুক

কিংবা দিনদুপুরে তাদের চোখে কেউ জল না দেখুক।

আমি তাদের জন্য মুষলধারে বাদলের দিন চাই

তারা গলা ফাটিয়ে ইচ্ছেমতো কাঁদোক;

বর্ষণের আওয়াজে যেনো আর্তনাদ কেউ না শুনে,

অশ্রুজল যেনো বাদলের সাথে মিশে যায়।

আমি চাই বৃষ্টি হোক, সারাবছর প্রবল বৃষ্টি হোক

কষ্ট চেপে রাখা লোক গুলো এতটুকু শান্তিতে কাঁদোক।

.

 

কবি : নুরুল হক বুলবুল ,সহকারি শিক্ষক (ইংরেজি),খরুলিয়া উচ্চ বিদ্যালয়।