সিবিএন:
নাইক্ষ্যংছড়ি ৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় ভোট সম্পন্ন হবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণের জন্য কঠোর নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। নির্বাচনে তিন ইউনিয়নে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ১০ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তথ্যমতে, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,
ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট গ্রহণের দায়িত্ব পালন করছেন ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাচনে ছয় প্লাটুন পুলিশ, দুই প্লাটুন, চার প্ণাটুন বিজিবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।