কনক বড়ুয়া, উখিয়াঃ

উখিয়া উপজেলার প্রায় ৩০ টি বৌদ্ধ বিহারে আগামীকাল (১৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উৎসব।

উখিয়া ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক জ্যোতিঃপ্রিয় ভিক্ষু ১৩ অক্টোবর তিন মাস ব্যাপী বৌদ্ধ ভিক্ষুদের বর্ষবাস শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন।

১৩ অক্টোবর সকাল থেকে উখিয়ার বিভিন্ন বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বিপুল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় প্রবারণা উৎসব। উখিয়ার প্রতিটি বিহারে ভিড় জমে পূণ্যার্থীদের। সন্ধ্যায় প্রার্থনা শেষে ফানুসের আলোয় আলোকিত হয় আঁকাশ।

এরপর থেকে শুরু হচ্ছে মাস ব্যাপী দানোত্তম কঠিন চীবরদান। বৌদ্ধ ভিক্ষুরা এসব অনুষ্ঠানে যোগদান করে গৌতম বুদ্ধের অমৃতবাণীসহ স্ব-ধর্ম দেশনা আর বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধের সময়ে বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মে কঠিন চীবরদান উদযাপন করবেন। কঠিন চীবর দান উৎসব উপলক্ষে উখিয়ার সকল বিহার সমূহের দানোত্তম কঠিন চীবর দানের পর্যায়ক্রমে দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।