লোহাগাড়া প্রতিনিধি:

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠান লোহাগাড়া উপজেলার আধুনগর চেঁদিরপুনি নন্দন কানন বৌদ্ধ বিহারে বিপুল উদ্দীপনার মাধ্যমে উদযাপিত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে চেঁদিরপুনি নন্দন কানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিনয়শীল জ্যোতিপাল স্থবিরের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব মিয়া।
অনুষ্ঠান উদ্বোধন করেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: জহির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো: রিফাত হোসাইন।
চেঁদিরপুনি গ্রাম প্রতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক রতসেন বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আধুনগর ইউনিয়ন তাঁতীলীগ সভাপতি অসীম বড়ুয়া, আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য চেঁদিরপুনি গ্রাম প্রতিরক্ষা পরিষদের চেয়ারম্যান সন্তোষ বড়ুয়া।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লোহাগাড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, সাংবাদিক রায়হান সিকদার, চেঁদিরপুনি গ্রাম প্রতিরক্ষা পরিষদের যুগ্ম সম্পাদক ত্রিদীপ বড়ুয়া, শিক্ষক রাখাল চন্দ্র বড়ুয়া, সমদত্ত বড়ুয়া, বিহার নির্মাণ কমিটির কার্যকরী সভাপতি জোস্নাময় বড়ুয়া, সুজিব বড়ুয়া, বিহার কমিটির সভাপতি অশোক বড়ুয়া প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফানুস উত্তোলন করেন।