আলাউদ্দিন, লোহাগাড়া :

লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে মুহাম্মদ আবদুর রহমান(৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

১২অক্টোবর (শনিবার) রাত ১০টা ৪৫মিনিটের দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা দুর্গম পাহাড়ি এলাকায় আবাসন প্রকল্পের পুর্ব পার্শ্বে হাজারি খোলা ঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত কৃষক আবদুর রহমান(৫০) চরম্বা আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা।

স্থানীয় ইউপি সসদস্য জানে আলম জানান, রাতে কৃষক আবদুর রহমান আবাসন প্রকল্পের পুর্ব পার্শ্বে হাজারি খোলা ঘোনা এলাকায় তার ধান পাহারা দিচ্ছিলেন।

এ সময় হঠাৎ একদল বন্য হাতি এসে আবদুর রহমানের ধানক্ষেত নষ্ট করে এবং তার ওপর আক্রমণ করে।এতে নুরুল ঘটনাস্থলেই প্রাণ হারান। এই রিপোর্ট লেখা পযর্ন্ত নিহতের মরদেহ ঘটনাস্থলে রয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরির্দশক( তদন্ত) জহির উদ্দিন জানান, এখনো পযর্ন্ত আমাদের কাছে এই ধরনের সংবাদ আসেনি। সংবাদ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।