কুতুবদিয়া সংবাদদাতা :
কুতুবদিয়া বড়ঘোপ অমজাখালী মরহুম আবুল হোছাইন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত, ‘মরহুম আবুল হোছাইন স্মৃতি বৃত্তি পরীক্ষা – ২০১৮ এর সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ১২ অক্টোবর শনিবার বিকাল ৩ টায় অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাফেজ মিজানুর রহমান ফায়সাল এর কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়। কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যয়ের সিনিয়র শিক্ষক জনাব মাস্টার বদরুল আনাম মুবিন’র সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি ও বড়ঘোপ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আ. ন. ম. শহীদ উদ্দিন ছোটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক জনাব মাস্টার আক্কাস উদ্দিন, অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মাস্টার শহিদুল আলম, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, কুতুব আউলিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার নাছির উদ্দীন।

আরো উপস্থিত ছিলেন অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু হরি মোহন দাশ,কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী ফেডারেশন এর সভাপতি আবুল কালাম আজাদ, মরহুম আবুল হোছাইন কোম্পানি ফাউন্ডেশনের পরিচালক হাজী আবুল বশর কোম্পানি, বড়ঘোপ লামার বাজারস্থ জনতা মেশিনারির স্বত্বাধিকারী ও মরহুম আবুল হোছাইন কোম্পানি ফাউন্ডেশনের সদস্য কাইমুল বশর, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম, নজরুল ইসলাম ছিদ্দিকী, মোহাম্মাদ ইয়াছিন, নাছির উদ্দীন, নুর তাহের, আবু তালেব, গিয়াস উদ্দিন সিদ্দিকী ও সংবাদকর্মী মহিউদ্দিন কুতুবীসহ এলাকার বয়োবৃদ্ধ মুরুব্বি, মান্যগণ্য ব্যক্তিবর্গ, এলাকার ছাত্র, যুবক ও জনসাধারণ অনেকে উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী ফেডারেশন সভাপতি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বক্তারা মরহুম আবুল হোছাইনের স্মৃতি চারণমূলক, সামাজিক ও নৈতিক অবক্ষয় দূরীকরণ, শিক্ষার মানোন্নয়ন, সু-শিক্ষিত জাতি গঠনের উপায় ও উক্ত ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মরহুম আবুল হোছাইন কোম্পানি ফাউন্ডেশনের সদস্য সাখাওয়াত বশর ও আলী ওসমান শেফায়েত।