মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

শুরু হলো ‘হুদা সেন্টার’। নিরাময়, কবিতা, কর্মশালা আর ভালবাসার মিলনমেলার প্রত্যয় নিয়ে।

শনিবার ঢাকার ২৩৪-সি, নিউ এলিফ্যান্ট রোডের খায়রুন্নেছা ম্যানশনে এই ‘হুদা সেন্টার’ যাত্রা শুরু করে। সাহিত্যে একুশে পদক ও বাংলা একাডেমি পদক প্রাপ্ত জাতিসত্বার কবি নুরুল হুদা এ সেন্টার স্থাপন করেছেন। কক্সবাজারের কৃতি সন্তান, জাতীয় নজরুল ইনষ্ঠিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি নুরুল হুদার ‘অনন্য এক সৃষ্টিবাড়ি’ শ্লোগানে শুরু করা হয় এ সেন্টার। এখানে পয়েমোপ্যাথি, কবিতাজগৎ, কবিতাবাংলা, যোগকবিতা হবে সবসময়-এমনটি বলেছেন, বাংলা একাডেমির সাবেক পরিচালক, কক্সবাজার সদর উপজেলার পোকখালীর সন্তান, জাতিস্বত্বার কবি নুরুল হুদা।