প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চকরিয়া উপজেলা শাখার ৭৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক পিপি এড. শামীম আরা স্বপ্না এই কমিটি অনুমোদন দেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইফসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কমিটিতে ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও রাখা হয়েছে। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, আনসারুল ইসলাম চৌধুরী বাবুল মিয়া, অধ্যক্ষ মনজুর আহমদ, মাহবুবুর রহমান চৌধুরী, ছৈয়দ হোসেন চৌধুরী, শাহজাহান চৌধুরী (সাবেক চেয়ারম্যান) নাসির উদ্দিন সিকদার, নুরুল আলম (সাবেক চেয়ারম্যান) বজল কবির মেম্বার, আবু তালেব চৌধুরী, ইব্রাহিম চৌধুরী মনুমিয়া ও শরিফুল ইসলাম চৌধুরী (সাবেক চেয়ারম্যান)

আহ্বায়ক কমিটিতে রয়েছেন- আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী।

আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে- এম জাফর আহমদ- খুটাখালী, ছৈয়দ আলম- খুটাখালী, ডা. শফিকুল আলম-খুটাখালী, আকতার আহমেদ- খুটাখালী, ফরিদুল ইসলাম- খুটাখালী, নজির আহমদ-ডুলাহাজারা, মোস্তাফিজুর রহমান- ডুলাহাজারা, নাজিমুদ্দিন-ডুলাহাজারা, জসীম উদ্দীন- ডুলাহাজারা, সাইফুল ইসলাম- ডুলাহাজারা, আব্দুল হাফেজ- চিরিংগা, আলী আহমদ চিরিঙ্গা, শরিফুল আলম- চিরিঙ্গা, নুরুল আবছার- চিরিঙ্গা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম- চিরিঙ্গা, শাহ আলম সিকদার- ফাঁসিয়াখালী, মোহাম্মদ দেলোয়ার হোসেন- ফাসিয়াখালী, জসীম উদ্দিন- ফাসিয়াখালী, তোফাজ্জল হোসেন বাবু- ফাসিয়াখালী, আকতার আহমেদ- ফাসিয়াখালী, আব্দুল মতলব চেয়াারম্যান- বমুবিলছড়ি, নুরুল আফসার- বমু বিলছড়ি, গিয়াস উদ্দিন- বমুবিলছড়ি, নুর আহমদ মেম্বার- বমু বিলছড়ি, আতাহার ইশবাল- মানিকপুর, শামসুল আলম মাতব্বর- মানিকপুর, সাইফুল কবির চৌধুরী- মানিকপুর, আবুল কাশেম- মানিকপুর, মাওলানা জয়নাল আবেদীন- সুরাজপুর, মোহাম্মদ সানাউল্লাহ- সুরাজপুর, ডা. ফেরদাউস আহমদ- সুরাজপুর, মোহাম্মদ ইসমাইল- সুরাজপুর, মোহাম্মদ আবুল কাশেম- সুরাজপুর, সাইফুল আলম সাবু- কাকারা, মোঃ আশেক উদ্দিন- কাকারা, মোহাম্মদ মহিউদ্দিন- কাকারা, মোহাম্মদ ইফনুস- কাকারা, মোহাম্মদ আজিজ মিয়া- কাকারা, আলহাজ্ব কামাল উদ্দিন- লক্ষ্যারচর, মোহাম্মদ জসিম উদ্দিন- লক্ষ্যারচর, হারুন রশিদ বাদশা- লক্ষ্যারচর, মোহাম্মদ সেলিম উদ্দিন- লক্ষ্যারচর, একে জিল্লুর রহমান- কৈয়ারবিল, ওমর আলী- কৈয়ারবিল, আবু ইফসুফ- কৈয়ারবিল, ওসমান গনি- কৈয়ারবিল, মোহাম্মদ আলমগীর- কৈয়ারবিল, রুহুল কাদের কাদের লিটন, কৈয়ারবিল, নুরুল উল্লাহ নূর- উত্তর হারবাং, ইলিয়াছ ভুট্টু-উত্তর হারবাং, ফজল কবির- উত্তর হারবাং, জাহাঙ্গীর আলম- উত্তর হারবাং, ছাবুল হক- হারবাং, আজিজুর রহমান- হারবাং, কাজী সোয়াইব- হারবাং, আনোয়ার আজিম- হারবাং, সাজিদ আলম রুবেল- হারবাং, মিন্টু পাল-হারবাং, জালাল আহমদ সিকদার- পহরচাঁদা, নাসির উদ্দিন- পহরচাঁদা, গিয়াস উদ্দিন- পহরচাঁদা, শাহিন মুরাদ- বরইতলী, মইনুল ইসলাম- বরইতলী, শহিদুল ইসলাম মেম্বার- বরইতলী, আজিজুর রহমান টিপু- বরইতলী, ইব্রাহিম খলিল কাকন- যুবদল, আনিসুর রহমান- যুবদল, এসএম জয়নাল আবেদীন- শ্রমিকদল, মোহাম্মদ মনজুর- শ্রমিকদল, শাহাবুদ্দিন লাল্টু- শ্রমিকদল, মহিউদ্দিন পুতু- স্বেচ্ছাসেবকদল, কামরুল হাসান জাস্টিস- স্বেচ্ছাসেবকদল, নুরুল আবছার রিয়াদ- স্বেচ্ছাসেবকদল, সালেহা বেগম- মহিলাদল, রাশেদা বেগম- মহিলাদল এবং উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।