শ্রীধর দত্ত ,সংযুক্ত আরব আমিরাত :

শারদীয় দুর্গোৎসব শুধু সনাতনিদের মাঝে সীমাবদ্ধ নয়, এটা এখন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সবার সার্বজনীন দুর্গোৎসবে পরিণত হয়েছে। তাই এখন দেশ ছেড়ে পৃথিবীর সকল দেশেই সাড়ম্বরে সার্বজনীন দুর্গাপূজা উদযাপন করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে দুর্গাপূজা উদযাপন হলোও মধ্যপ্রাচ্যের পূজার সীমাবদ্ধতা ছিল। এখন মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হয়। যেসব সনাতনী প্রবাসে অবস্থান করে তাদের পক্ষে দেশে ছুটিতে গিয়ে দুর্গাপূজা অংশগ্রহণ করা সম্ভবপর হয় না। সেই পরিপ্রেক্ষিতে রাস আল খাইমাহ্ সনাতনী প্রবাসীরা মিলে সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপন করেছে। শ্রী শ্রী রাধা গোবিন্দ গীতা সংঘ রাস-আল-খাইমার উদ্যোগে প্রথমবারের মতো স্বাত্তিকভাবে শারদীয় দুর্গোৎসব আয়োজন করেছে। এ পূজায় আর্থিকভাবে সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল দত্ত। খুবই অল্প সময়ের ভিতর উজ্জ্বল দত্ত, রাজীব চক্রবর্তী, টুটুল চৌধুরী এ তিনজনের সার্বিক সহযোগিতায় ও অক্লান্ত পরিশ্রমে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়। ঘট স্থাপন, বোধন-অধিবাস, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন, ও আরতির মধ্য দিয়ে ছয় দিনব্যাপী সাত্ত্বিকভাবে পূজা উদযাপিত হয়। আবুধাবি, আল-আইন,দুবাই, সারজা, ফুজিরা, দিব্যা, আজমান, উম্মুল কুয়াইন থেকে শত শত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টানের পদচারণায় শ্রী শ্রী রাধা গোবিন্দ গীতা সংঘ রাস-আল-খাইমাহ্ পূজামণ্ডপ মুখোরিত হয়ে উঠে। প্রতিদিন পূজা মন্ডপে সকালে পূজা সমাপন হয়ে অঞ্জলি প্রদান এবং রাত্রে সন্ধ্যারতি সম্পন্ন হয়। প্রতিদিন উপস্থিত বক্তব্য মাঝে দুপুরে এবং রাত্রে অন্ন প্রসাদ বিতরণ করা হয়। বিজয়া দশমীর দিন অঞ্জলি নেওয়া ও সিঁদুর দেওয়া একে অপরের সাথে কোলাকুলি ও অশ্রুজলে সিক্ত নয়নে আরব সাগরে ঘট বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটে। মা-বাবা, ভাই বোন, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে দুর্গাপূজা উদযাপন করতে না পারলেও প্রবাসী বন্ধুদের সাথে এই মিলন মেলা প্রবাসীদের একাকী নিরাশার বালুচরে কিছুটা হলেও আনন্দে বসে কাটানো সম্ভবপর হয়েছে। মা দুর্গা যেন সবার জীবনে আনন্দ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করি। উক্ত দুর্গাপূজায় শারজাহ ও রাস আল খাইমাহ্ বিভিন্ন সনাতনী সংগঠন সহযোগিতা করেন তৎমধ্যে প্রবাসী গীতা সংঘ শ্রীকৃষ্ণ মন্দির (নাখিল), শ্রী শ্রী রাধামাধব মন্দির (আল দাহিদ), শ্রী শ্রী রাধামাধব মন্দির (জুলান) , শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সংঘ, শ্রী শ্রী জজিরা প্রবাসী গীতা সংঘ, শ্রী শ্রী রাম ঠাকুর কেন্দ্রীয় মন্দির (মেরিজ),ও সৎসঙ্গ রাস-আল-খাইমাহ্। এছাড়া যাদের তত্ত্বাবধানে শ্রী শ্রী রাধা গোবিন্দ গীতা সংঘ রাস-আল-খাইমাহ্ সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সফল হয়েছে তারা হচ্ছেন প্রকাশ ভট্টাচার্য, সঞ্জীব চক্রবর্তী, নিশিকান্ত চক্রবর্তী, বিশ্বজিৎ চৌধুরী, রুবেল দে, বিকাশ সুশীল, মিঠুন চক্রবর্তী, নিপুন চন্দ্র শীল, প্রকাশ দে, রাজিব শীল, রনি দে, বাবুল দে, উত্তম দে, রুপন চক্রবর্তী, জুয়েল দাশ, কৃষ্ণ শীল, দীপক মল্লিক, তরুণ সেন, প্রদীপ মজুমদার, রুবেল চৌধুরী, রনি, বিকাশ চন্দ্র, সুমন, কাজল ও রিপন প্রমূখ।