ফেসবুক কর্ণারঃ
বলার অপেক্ষা রাখেনা এই ছবিটি কার? ইতোমধ্যে ষোলকোটি মানুষ জেনেছে বুকফাটা কান্নারত ছবিটি বুয়েটে নির্মমভাবে নিহত আবরার ফাহাদের বাবার! আবরারকে কারা হত্যা করেছে, সেটি জাতির কাছে আজ পরিষ্কার।
হত্যাকারীরা বিশেষ দলের হলেও হত্যাকান্ডকে কিন্তু দলের কেউ সমর্থন করেনি। বরং দল থেকে সাথে সাথে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
তারা দল থেকে বহিষ্কার হয়েছে, হয়তো কয়েকদিনের মধ্যেই বিচারের আওতায় আসবে কিন্তু হত্যাকারীরা যে রাষ্ট্রকে কলঙ্কিত করেছে! এর দায় কে নিবে! জাতি হিসেবে আমাদেরকে যে আজ লজ্জিত করেছে ! বারবার এমন কিছু ঘঠনা দেশ এবং রাষ্ট্রের কপালে কলঙ্কের তিলক একে দিচ্ছে।
কেন হচ্ছে এসব হত্যাকান্ড?
আমি ফেসবুকে একটি ভিডিও দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। নিজের অজান্তেই চোখ থেকে জল নেমে এসেছে!
কামারের দোকানে লোহার পাত গরম করে যেমন কামারেরা সর্বশক্তি দিয়ে লোহার দন্ডটিকে পেঠায়, ঠিক তেমনি আবরারের চার হাত-পা ধরে আছে চারজন আর দু’জন দুই পাশ দিয়ে পুরো শরীরে সর্বশক্তি দিয়ে আঘাত করছে!
কি করুন আর পৈশাচিক সে দৃশ্য! সারা দেশ আজ নিথর ও স্তব্ধ!
একটু ভাবুন, আপনি হঠাৎ একটি দুর্ঘটনায় আপনার একটি অঙ্গ হানির শিকার হলেন, সে অঙ্গ হানিতে আপনি যতটা না কষ্ট পাবেন তার চেয়ে লক্ষগুন কষ্ট আপনি বেশি পাবেন।
কেউ যখন আপনাকে আপনার চোখের সামনে উপর্যুপরি আঘাত করবে!! বাঁচার প্রানান্ত আঁকুতি জানিয়ে আপনি যখন আঘাত থেকে রেহাই না পাবেন, বরং উল্টো আঘাতের আর আঘাতে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন তখন মৃত্যুর পুর্ব মুহুর্ত পর্যন্ত আপনার অবস্থা কি হতে পারে ভাবুন!
ঠিক এভাবেই হত্যা করা হয়েছে বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে!
কি নির্মম পৈশাচিক কায়দায় আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটা বলার ভাষা নেই!
যদি আবরারের বাবার কান্না আর রাষ্ট্রের কান্না নিক্তিতে ওজন দেওয়া হয়, আমার মনে হয়, আবরারের পিতার কান্নাই ভারি হবে!
এ কান্নার ওজন পরিমাপক যন্ত্র আজও বের হয়নি, হবেও না!!
শুধুমাত্র আবরারের বাবা-মা ই বলতে পারবেন এ কান্নার ওজন কত?
অন্ধকার সুড়ঙ্গে আশার কথা, ইতোমধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত অনেকে গ্রেফতার হয়েছেন।
জাতি আজ মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে, এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির আশায়।

এম নুরুল কাদের
সচিব
পোকখালী ইউনিয়ন পরিষদ, সদর, কক্সবাজার।